Duration 5:50

Banglar,Pyramid,Rajmoni,Narayangonj,বাংলার,পিরামিড,রাজমনী,নারায়ণগঞ্জ

438 watched
0
18
Published 22 Jul 2019

সোনারগাঁয়ে বাংলার তাজমহল ও পিরামিড, মিসরের পিরামিডের অনু করন করে নির্মিত বাংলার পিরামিড টি,মিসরের বাদশাহ ফেরাউনের,মমিসহ আরো সাতটি মমির ডামি সাজানো আছে,আলো আধারির পিরামিডে প্রবেশ করলে কেমন একটা ভৌতিক আবহ তৈরি হয়,আধো, অন্ধকারে ,ক্ষণিকের, জন্য মনে, হবে যেন প্রিথিবীর,সপ্ত্যশ্চর্যের অন্যতম,মিসরের পিরামিডের,চলে এসেছি,ভ্রমণপিপাসু মানুষের,দৃষ্টির,পরিত্প্তির জন্য বাংলার ইতিহাসের প্রাচিন রাজধানী,সোনারগেয়ের,পেরাবো তে নির্মিত হয়েছে মিসরের পিরামিডের আদলে পিরামিড,টি,প্রাচীনযুগ ও,মধ্যযুগে পৃথিবীতে নির্মিত অতি আশ্চর্যের সাতটি জিনিসের মধ্য ঊল্লেকযোগ্য ছিল মিসরের রাজা, বাদশাহদের মমি,ও ভারতের মোগল সম্রাট শাহাজাহানের স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির ঊদ্দেশ্যে, নির্মিত আগ্রার তাজমহল টি,এ স্থাপনাগুলো,বাংলাদেশে,নির্মান করেছেন চলচ্চিত্র মুক্তিযোদ্দা আহসানউল্লা মনি নিজ গ্রাম পেরাবোতে, রয়েছে রাজমনি ফিল্ম সিটি স্টুডিও,ইচ্ছা করলে যে কোনো দর্শনার্থী এখানে ছবি উঠাতে পারবে (২০১৬)সালের জানুয়ারিতে ঊদ্ধোধন করা হয়,পৃথিবীর সপ্তার্শ্চযের অন্যতম মিসরের পিরামিডের আদলে বাংলার এ পিরামিড টি,আট্টি পিরামিড ধারাবাহিক ভাবে সাজানো রয়েছে এ খানে,ভেতরে সংরক্ষিত মমিগুলোর তথ্য ও কাচামাল সংগ্রহ করা হয়েছে মিসর ও চীনের বিভিন্য জাদুঘর থেকে, রয়েছে প্রাচীনকালের রাজা রানীদের পরিধেয় পোশাক,আশাক ও মণিমুক্তা, তাদের ব্যবহৃত বিভিন্ন অলঙ্কারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন নমুনা,পাশেই রয়েছে আফ্রিকান ভয়ঙ্কর জীবন্ত প্রাণী আইরল,করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্করও,এ ছাড়া পাশেই রয়েছে, শুটিং স্পট সেখানে যে কোনো নাটক,সিনেমার সব ধরনের শুটিং করা যায়,আরও রয়েছে,(২৫০) আসনবিশিষ্ট সিনেমা হল ও সেমিনার কক্ষ, বর্তমানে দেশ-বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করছেন তাজমহল ও পিরামিড দর্শনের জন্য,প্রতিদিন সকাল* ৮*টা থেকে সন্ধ্যা(৬)টা পর্যন্ত খোলা থাকে, জনপ্রতি প্রবেশ ফি(১৫০) টাকা,এখানে রয়েছে নিরাপত্তার সুব্যবস্থা, সম্পূর্ণ অংশ সিসিক্যামেরায় নিয়ন্ত্রিত, পিরামিড নির্মাণ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি বলেন,আমি মিসরে গিয়ে পিরামিড দেখে মুগ্ধ হয়েই বাংলাদেশে পিরামিড নির্মাণের পরিকল্পনা করি,পরে মিসরের পিরামিডের আদলেই বাংলাদেশে পিরামিড নির্মাণ করেছি,তিনি বলেন,পিরামিডের ভেতরে রাখা মমিগুলো মিসর থেকে আমদানি করা হয়েছে,এর প্রতিটির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা,দেশি,বিদেশি পর্যটকরা মমিগুলো দেখে মুগ্ধ হবে, মনি জানান, তিনি ১১০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন,এর মধ্যে রয়েছে পাঁচতারা হোটেল, ফিল্ম সিটি, ফিল্ম স্টুডিও ও ফিল্ম জাদুঘর, যেভাবে পিরামিডে যাওয়া যাবে, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর হয়ে রূপগঞ্জের বরপা,বাস স্টান, নামবেন,এ খান সিএন জিতে উটবেন ভাড়া নিবে (২০)টাকা,অথবা,সোনারগাঁ মদনপুর দিয়েও, এশিয়ান হাইওয়ে থেকে প্রায় ২_৩ কিমি. ভেতরে,যাওয়া যেতে পারে,অথবা কুড়িল বিশ্বরোড দিয়ে গাউছিয়া হয়েও যাওয়া যায়,আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন,আহসান উল্লাহ মনি, banglar,Tajnohol, Link /watch/AlWi3bhvE6Qvi Sekhercor,Baburhat,Link /watch/ovEmxNwrAfcrm Dream Holiday park Link, /watch/wPwZ7BXpk99pZ Balapur,jomidar,bari,Link, /watch/IrtqZRzqU5Cqq Lokkhon Shahar Bari , Link, /watch/4l5dymZzjPIzd Talsari,Ikopark,At,Kobo,Link, /watch/kJRyo9zZy3jZy Pakutia,jmidar,bari,Link, /watch/gDepf6FyNqkyp Ajb,guha,Ibrahim,pur,Link, /watch/AjWxrKrHvi1Hx Mujibnagar,Historicel,Link, /watch/0No22OqX_BCX2 Banglar,Tajmahal,Link, /watch/AlWi3bhvE6Qvi Banglar,Pyramid,Link, /watch/Utp3_Vp3U3D33

Category

Show more

Comments - 12