Duration 5:36

তালসারি,ইকোপার্ক,আট কবর,চুয়াডাঙ্গা,Talsari,Ikopark,At,Kobo,Chuadanga

2 656 watched
0
55
Published 16 Jun 2019

চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা,উপজেলার,সীমান্তবর্তী,স্থান হচ্ছে আট কবর,আমাদের প্রানের,আমাদের আবেগের ইতিহাস জরিত এখানে এটা,এক টি ঐতিহাসিক,স্থান বলা চলে,রাজাকার কুবাদ খার মায়াবী প্রতারনার ফাদ এই আটকবর (১৯৭১)সালের,০৩,আগস্ট গেরিলা কমান্ডার হাফিজুর রহমানের নেতৃ,একদল,মুক্তিযোদ্ধা,দামুরহুদার,সীমান্ত বর্তী জপুর শেক্টর ক্যাম্পে, অবস্থান নেন এসময়ে পাকিস্থান মুসলিম লীগের দালাল কুবাদ খা পরিকল্পিত,প্রতারনার ফাদ পাতে,সে জপুর ক্যাম্পে,মুক্তিবাহিনিকে খবর, দেয় যে রাজাকারেরা নাটুদা জগন্নাথপুর,ও এর আশেপাশের জমি থেকে পাঁকা ধান কেটে নিয়ে গেছে(৫)আগস্ট মুক্তিযোদ্ধার,দল দু ভাগে বভক্ত হয়ে পড়ে,নাটুদা ক্যাম্পের পাক আর্মি চতুর্দিকে ঘিরে ফেলাহয়, সম্মুক যুদ্ধ,আটকা পরে,বেশ কয়েকজন,আটজন মুক্তিযোদ্ধাকে,তারা হত্যা করে,বেশ কয়েকজন,আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম,হন,এ সক্ষম যুদ্ধ অনেক পাক আর্মিও হতাহত হয়,পাক আর্মির নির্দশে রাজাকারেরা(৮)মুক্তিযোদ্ধাকে,পাশাপাশি দু টি গর্তে করে কবর,দেয়, পরবর্তীতে এর নামকরন হয়। আট কবর ডিসি,ইকোপার্কের ইতিহাস বৃটিশ শাসন,আমলে চুয়াডাঙ্গা জেলা,নদীয়া স্টেটের অন্তর্গত,ছিল,নদীয়া স্টেটের জমিদার ছিলেন,নাটুদহের নফর চন্দ্র পাল চৌধুরী, জমিদার নফর চন্দ্র,পাল চৌধুরী,(১৮৮০)সালের দিকে বটতলি,বিল,সংলগ্ন শিবনগর,এলাকায় তার জমিদারীর,বৃহৎ,এলাকা, জুরে,একটি,আম বাগান,কাঠাল বাগান লিচু,বাগান এবং,বাগানে প্রবেশের রাস্তার দুই পাশে তাল বাগান তৈরী,করেন, নফর চন্দ্র পাল চৌধুরী,প্রজা,হিতৈবী জমিদার ছিলেন,তিনি শিক্ষা বিস্তারের,জন্য,(১৯০৬)সালে তার স্ত্রী রাধারাণীর নামে, নাটুদহ রাধারানী,ইনস্টিটিউট,স্থাপন করেন,এটি এখন নাটুদহ,মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত,তার,জমিদার বাড়ী,সংলগ্ন স্থানে, প্রজাদের,চিকিৎসার,জন্য,একটি হাস্পাতাল নির্মাণ করেন দেশ বিভাগের পর জমিদার,নফর চন্দ্র পাল চৌধুরীর,আমবাগান কাটাল বাগান,লিচু বাগান,তালসারি এবং,বটতলী বিল সরকারের মালিকানায় আসে বহু বছর,পরিচর্যার অভাবে বাগান টি, প্রায়,বৃক্ষশুণ্য হয়ে পড়ে।/= ডিসি ইকোপার্কের যাত্রা,-= চুয়াডাঙ্গা,মেহেরপুর,জেলা কে দুই ভাগ করেছে,মোনাখালি, চুয়াডাঙ্গা সড়ক,এ সরকের পূর্বদিকে চলে যাওয়া রাস্তা নাম তাল সারি সরক এটি প্রাকৃতিক সৌন্দর্য,মেহেরপুর,চুয়াডাঙ্গার,ঐ তিহাসিক সরক,বাংলার জমিদারি শাসনাআমলে এ সড়ক গড়ে তোলার পেছনে তৎকালীন জমিদার নফর পালের স্ত্রী,রাধারানীর ভুমিকা তার ইচ্ছা পূরণ,করতেই এই পাখি ডাকা,ছায়াঘেরা সরক তৌ্রি করা হয়, এমন বলেছেন ইতিহাসবিদ রা, অঞ্চলের জমিদার ছিলেন নফর পাল, তিনি ছিলেন ক্ষ্যাপাটে প্রাকৃতির তার,স্ত্রী রাধারানীর ছায়াঘেরা পথে কৃ্ষ্ণনগর যাওয়ার ইচ্ছা পোষণ করেন রাধারানীর,ইচ্ছা,পূরণ করতে জমিদার নফর পাল নাটুদাহ থেকে,কৃ্ষ্ণনগর পর্যন্ত, সরক ছায়া সুনিবিড় করার ঊদ্যেগ,নেই তার পরিকল্পনার বাস্তবায়ন না হলেও প্রাই,১২,কিলোমিটার রাস্তার সঙ্গে এক,কিলোমিটার পর পর,ফলবাগান গড়ে তোলা হয় এ ছাড়াও রাস্তার দুই পাশে বিভিন্ন গাছ রোপন করা হয়,আম,জাম,কাঠাল,কলা,ইত্যাদি, গাছের সবই আছে এখানে, ওই সময় লাগানো,তালগাছ গুলো এখনো এক পায়ে দারিয়ে পথিককে ছায়া আর ফল দিয়ে যাচ্ছে, এলাকার জমিদার নফর পালের কর্মকাণ্ডের সাক্ষী হয়ে বেচে আছে এসব তালগাছ, এগুলো,শুধু ছায়া দেই না,এলাকার অনেকের জীবন জীবিকাও সচল রেখেছে, সরকারি এ সড়কের দুই পাশের তালগাছ থেকে অনেকে,শীতকালে রস সংগ্রর করে তা,বেচে সংসার চালায়, প্রাকৃতিক এই তালসারিতে,আস্পাসের গ্রামের ছেলেমেয়েরা,বনভোজন করতে আসে,জমিদার নফর পাল আর নেই, নেই তার স্ত্রী রাধারানি,কিন্ত তালসারি সড়ক তাদের পরিচয় বহন করছ, Sekhercor,Baburhat,Link /watch/ovEmxNwrAfcrm Dream Holiday park Link, /watch/wPwZ7BXpk99pZ Balapur,jomidar,bari,Link, /watch/IrtqZRzqU5Cqq Lokkhon Shahar Bari , Link, /watch/4l5dymZzjPIzd Talsari,Ikopark,At,Kobo,Link, /watch/kJRyo9zZy3jZy Pakutia,jmidar,bari,Link, /watch/gDepf6FyNqkyp Ajb,guha,Ibrahim,pur,Link, /watch/AjWxrKrHvi1Hx Mujibnagar,Historicel,Link, /watch/0No22OqX_BCX2 Banglar,Tajmahal,Link, /watch/AlWi3bhvE6Qvi Banglar,Pyramid,Link, /watch/Utp3_Vp3U3D33

Category

Show more

Comments - 14